News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

কুয়েট প্রতিষ্ঠার ১২ বছর

উৎসবে আয়োজনে মাতবে ক্যাম্পাস

উৎসবে আয়োজনে মাতবে ক্যাম্পাস

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল মঙ্গলবার। ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন উৎসব আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস ২০১৫।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান।

কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, ৯ টা ৪০ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন ও ১০ টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

অডিটরিয়াম সংলগ্ন স্থানে সকাল সাড়ে ১০ টায় বৃক্ষ রোপণ কর্মসূচি ও ১০টা ৪০ মিনিটে ব্লাড ডোনার হিসেবে নাম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সকাল ১০টা ৫০ মিনিটে টেকনিক্যাল পোস্টার সেশন উদ্বোধন, ১১ টায় টেকনিক্যাল সেমিনার, ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত শর্ট ফিল্ম প্রদর্শনী, ১১টা ৫৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩ টায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ, বিকাল ৪ টায় খেলার মাঠে শিক্ষক ও ছাত্রের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ৫ টা ১৫ মিনিটে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহাফিল এবং সন্ধ্যা ৬ টায় অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর ১ সেপ্টেম্বরকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়