মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৪০
ঢাকা: এইচএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবারও এগিয়ে রাজধানী ঢাকার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১৮৩৬ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং ১৮২৪ জন পাস করে। পাসের হার ৯৯.৪০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন এবং ‘এ’ গ্রেড ১৪৮৭ জন।
কলেজ সূত্র জানায়, এইচএসসিতে ধারাবাহিক সাফল্য সম্পর্কে মাইলস্টোনের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, বিষয় ভিত্তিক সাপ্তাহিক-মাসিক ও পর্ব পরীক্ষা, ফর্ম শিক্ষক শিক্ষিকাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নিয়ম শৃঙ্খলা অনুশীলনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফল অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমাদের সবচে বড় অর্জন মাইলস্টোনের প্রতি অভিভাবকদের অগাধ বিশ্বাস। যা আমরা গুণগতমানের শিক্ষা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সম্ভব করেছি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








