News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

রাজশাহীতে মেয়েরা এগিয়ে

রাজশাহীতে মেয়েরা এগিয়ে

রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৪ ভাগ। গতবারের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা এবার কমে গেছে।

জানা গেছে, রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৫০ জন। গতবার ছিল সাত হাজার ৬৪১ জন। এ বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। কিন্তু জিপিএ-৫ এ মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ। ছেলেদের ৭৪ দশমিক ৮৯ শতাংশ। ছেলেদের জিপিএ-৫ এর সংখ্যা দুই হাজার ৮৬৫, আর মেয়েদের সংখ্যা দুই হাজার ৩৮৫।

রোববার দুপুর ১টায় শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে শিক্ষার্থীদের উল্লাস। বাজনার তালে তালে নেচে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে।

উল্লেখ্য, এবার রাজশাহী শিক্ষাবোর্ডে মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ চার হাজার ৮৮২ জন। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৩৩০ জন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়