News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

আদিবাসী দিবস পালনের দাবিতে রাবিতে মানববন্ধন

আদিবাসী দিবস পালনের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী: ৯ আগস্ট আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ মোট চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আদিবাসী ছাত্র পরিষদ।

শনিবার (০৮ আগস্ট) বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন  করে।

তাদের অন্য দাবিগুলো হলো, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্র্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল, আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিভিন্ন সময় আদিবাসীদের উপর অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। যার কোনো বিচার হচ্ছে না। এমনকি সরকার এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপও গ্রহণ করছে না। আমাদেরকে আদিবাসী অধিকার না দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে দ্বিতীয় শ্রেণির মানুষ করে রাখা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময় বক্তব্য দেন আদিবাসী কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহাতো, সহসভাপতি যাকব এক্কা, সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা, আদিবাসী কেন্দ্রীয় কমিটির রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতো ও প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ৯ আগস্ট ২০১৫ আন্তর্জাতিক আদিবাসী দিবস। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের আদিবাসীরাও দেশের বিভিন্ন অঞ্চলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।

প্রতি বছর জাতিসংঘ যথাযথ মর্যাদায় আদিবাসী দিবস পালন করলেও বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে আদিবাসীদের গুরুত্বপূর্ণ এই দিবসটি পালনের জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং বিগত সময়ে দিবসটি পালনে নানা প্রকার বাধার সৃষ্টি করা হয়েছে।

আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক নকুল পাহান বলেন, আদিবাসী জনগণ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার আদিবাসীদের দাবি আজও মেনে নেয়নি।

বক্তারা  সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন, ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়