জাবিতে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগকর্মীরা
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একই ব্যাচের ছাত্রলীগ কর্মীরা এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। নির্যাতিত মোস্তফা সায়েম প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে বারটার দিকে একই ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আকাশ, বিপ্লব, নোমান তাকে মারধর করে।
মারধরের শিকার ওই শিক্ষার্থী সাংবাদিকদের জানান, “ছাত্রলীগের ওই জুনিয়র কর্মীদের না জানিয়ে রুমে উঠায় এবং তাদের কথামতো রুম থেকে না নামায় আমাকে ২৫৩/বি নম্বর রুমে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা আমাকে চড়-থাপ্পড়, কিল-ঘুসি দেয় ও অশ্লীল ভাষায় গালাগাল করে।”
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কেউ ফোন ধরেনি।
এ ঘটনায় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, “কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








