মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি!
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকুকুল হক খান মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সরদার নাজমুল হাসান টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের শিক্ষক আশীষ কুমার গোলদার, নারায়ণ চন্দ্র বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বদির উদ্দিন মোল্যা, কাজী রবিউল ইসলাম, নাসরিন বেগম প্রমুখ।
দূর্যোগ পূণ্য আবহাওয়ার মধ্যে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সময় পাশে উপবিষ্ট প্রধান শিক্ষক মো. ফকুকুল হক খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রধান অতিথি তড়িঘড়ি করে বক্তব্য শেষ করে অসুস্থ প্রধান শিক্ষককে নিজের ব্যবহৃত গাড়িতে করে দ্রুত লোহাগড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতকালে তার বয়স হয়ে ছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লোহাগড়া স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত তাকে মৃত বলে ঘোষনা করেন।
শনিবার মরহুমের নামাজের জানাজা বাদ আসর ইতনা ও লক্ষ্মীপাশায় অনুষ্ঠিত হয়েছে। তাকে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মো. ফকুকুল হক খান যোগদান করে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার পিপোরিয়া গ্রামে। তার পিতার নাম মৃত আশফাক খান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








