News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১ আগস্ট ২০১৫
আপডেট: ০২:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২০

দুই পায়ে দ্রুত হাঁটায় কুকুরের বিশ্বরেকর্ড!

দুই পায়ে দ্রুত হাঁটায় কুকুরের বিশ্বরেকর্ড!

মানুষের পাশাপাশি আজকাল নানা জাতের প্রাণীরাও নানা কারসাজি দেখিয়ে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখায়। দেখতে আর দশটা সাধারণ কুকুরের মতো লাগলেও, 'কঞ্জ'  (Konjo) নামের কুকুরটি বর্তমানে বিশ্বরেকর্ডধারী। সামনের দুই পায়ে ভর করে সব চেয়ে দ্রুত হেঁটে গিনেস-বিশ্বরেকর্ড গড়েছে এই কুকুরটি।

মাত্র ২.৩৯ সেকেন্ডে সে অতিক্রম করেছে ৫মিটার পথ। গত বছরের ডিসেম্বরে বিশ্ব রেকর্ডটি করেছিল কঞ্জ। কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষার কারণে ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। পরে এ বছরের মধ্যভাগে এসে মিলেছে তার বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। অবশেষে সামনের দুই পায়ে দ্রুত হাঁটার স্বীকৃতি দেয় গিনেস বুক।

কঞ্জ থাকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। এই নতুন রেকর্ড গড়ে সারা বিশ্বে পরিচিতি পেয়ে কঞ্জর অনুভূতি না জানা গেলেও তার মালিক জুলিয়া পাস্টারনেক অনেক খুশি।

জুলিয়া জানিয়েছেন, “কঞ্জর ছোট আকৃতির শরীর তাকে আরও বেশী শক্তিশালী করেছে। আর এই কারণেই সে দুই পায়ে এতো দ্রুত চলতে পারে।”

তবে কঞ্জর আগে এই রেকর্ডটি ছিল আরেক কুকুর জিফ এর দখলে। জিফ ৫মিটার পথ অতিক্রম করতে সময় নিয়েছিল ৭.৭৬ সেকেন্ড।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়