News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৮, ১৯ জানুয়ারি ২০২০

পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছিল হিটলার

পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছিল হিটলার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৭০বছর পেরিয়ে গেছে। কিন্তু হিটলার এবং নাজি বাহিনীর নানা কার্যক্রম নিয়ে আলোচনা গবেষণা থেমে নেই। সম্প্রতি সেই আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে, জার্মান নথিতে হিটলারের পারমাণবিক বোমার তথ্য নিয়ে।    

জার্মান টিভি চ্যানেল 'জেডডিএফ' এ প্রচারিত এবং জার্মান নথিপত্রের উপর ভিত্তি করে নির্মাণ করা এক প্রামাণ্যচিত্রে দেখানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছিল।

এমনকি বোমা নিক্ষেপের জন্য তারা তৈরি করেছিল 'ফ্লাইং সসার' বা 'উড়ন্ত যান'। সেটা নিয়ে করা হয়েছিল নানা পরীক্ষাও।

জার্মানের সাবেক সেনা প্রধানদের রেখে যাওয়া নানা নথি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানদের নানা গবেষণা পত্রের উপর ভিত্তি করেই এ প্রামাণ্যচিত্র তৈরি করেছে বলে দাবি করেছে 'জেডডিএফ' টিভি।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ            

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়