শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার
ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী থানার দুই পুলিশ কর্মকর্তাকে শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তারা হলেন, এসআই আবদুল বাতেন ও এএসআই ইমরুল হোসেন।
রোববার সকালে ডিএমপির মিরপুর জোনের উপ-কমিশনার কাইয়ুমুজ্জামান নিউজবাংলাদেশকে এতথ্য নিশ্চিত করেন। তবে ঠিক কী কারণে তাদের ক্লোজড করা হয়েছে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “প্রশাসনিক কারণে এ দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ফলে এ নিয়ে কিছু বলার সুযোগ নেই।”
শাহ আলী থানার এক পুলিশ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, “দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসী ডিএমপি সদরদপ্তরে চাঁদাবাজির একাধিক অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে ডিএমপি সদরদপ্তর থেকে তাদের ক্লোজ করা হতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম