লক্ষ্মীপুরে ঘরের সামনে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে তার ঘরের সামনেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মফিজ উল্যা। তিনি একজন মুক্তিযোদ্ধা ও বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বালাইশপুর এলাকার হামিদ বেপারি বাড়ির মৃত আবদুল আজিজের ছেলে তিনি।
নিহতের পরিবারের দাবি, রতন নামে এলাকার এক অপরাধীকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে রতনের ছেলে হোসেন ও এক প্রতিবেশী ছেরাজ কয়েকদিন ধরে মফিজকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ হত্যাকাণ্ডের জন্য তাদেরকেই দায়ী করেন মফিজের পরিবারের সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাড়ি সংলগ্ন মসজিদ থেকে নামাজ আদায় শেষে বাড়ির দরজায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার গলায় ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বাড়ির লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, “কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।”
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম