দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
দিনাজপুর: দিনাজপুর সদর ও পার্বতীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো- দিনাজপুর জেলা শহরের নতুনপাড়া এলাকার সাহেদুল ইসলামের মেয়ে অনন্যা (৪) ও পার্বতীপুর উপজেলার কলেজপাড়ার আমজাদ হোসেনের কন্যা আংগুরি (৯)।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সুইহারী টার্মিনাল মহাসড়কের বড়বন্দর নতুন পাড়া এলাকায় বাড়ির পাশে মহাসড়কের ধারে শিশু অনন্যা ও অপর এক শিশু খেলা করছিল। এ সময় একটি মাইক্রোবাসকে সাইডট দিতে গিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের উপর উল্টে পড়ে। এতে অনন্যা ও তার অপর খেলার সাথী আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার সময় শিশু অনন্যা মারা যায়। এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করে রাখে।
অপরদিকে পার্বতীপুর মডেল থানার ওসি মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় কলেজপাড়ার আমজাদ হোসেনের কন্যা আংগুরি (৯) নামের এক শিশুর আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী এসময় ট্রাক (ঢাকা মেট্রো-ট-৭৪৭৯) ও চালক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার তাসুর ধুলাটিয়া গ্রামের মুত্যু আবু বক্করের ছেলে মিন্টু(৩২)কে আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








