ভুয়া লটারির ১০ প্রতারক গ্রেফতার
ঢাকা: মোবাইল কোম্পানিতে লটারি জেতার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম নিউজবাংলাদেশ.কমকে তথ্যটি নিশ্চিত করেন।
র্যাব জানায়, এ সব প্রতারক প্রায়ই ফোন করে বিভিন্ন ব্যক্তিকে ৪০/৫০ লাখ টাকাসহ বিভিন্ন অঙ্কের পুরস্কার জেতার প্রলোভন দেখায়।
এ সব টাকা পেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে এমন নানা কৌশলের আশ্রয় নেয়। এ জন্য তারা মোটা অঙ্কের টাকা বিকাশ করার প্রলোভন দেখায়। এভাবে তারা নানা ফাঁদ পাতে বলে র্যাব জানায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতে সাভার এবং হেমায়েতপুর এলাকা থেকে প্রতারকচক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাব-৪, যাদের মূল কাজ ছিল মোবাইল ফোন ও সফটওয়্যারের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া।
র্যাব জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভিআইপি পর্যায়ের সিম বা সফটওয়্যারের মাধ্যমে সাধারণ মোবাইল ফোন গ্রাহক ও বিকাশ এজেন্টদের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়।
র্যাব আরও দাবি করেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হেমায়েতপুর ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আদায়ের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এই সহকারী পরিচালক।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম