News Bangladesh

 যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৯, ২৫ আগস্ট ২০২৫
আপডেট: ১১:০৯, ২৫ আগস্ট ২০২৫

নিঃসন্তান দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নিলো ৪ কন্যা সন্তান

নিঃসন্তান দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নিলো ৪ কন্যা সন্তান

ছবি: নিউজবাংলাদেশ

এক যুগ ধরে নিঃসন্তানের যন্ত্রণা কাটল শামিম ও সম্পা দম্পতির। বিয়ের ১২ বছর পর তাদের ঘর আলো করে একসঙ্গে চার কন্যা সন্তান এসেছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে প্রস্তুতি শম্পা যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন।

শামীম ও সম্পা দম্পতি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা।

তবে এই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। নবজাতকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর অসুস্থ।

শম্পার চাচাতো বোন টুম্পা জানান, চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা যায়। তার ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু অসুস্থ। বাকি দুই নবজাতকের ওজন ১ কেজি ৫০০ গ্রাম এবং তারা সুস্থ আছে। মা সম্পা বেগমও বর্তমানে চিকিৎসাধীন।

শামিমের বড়ভাই শাহজালাল জানান, কয়েক মাস আগে জমি বন্ধক রেখে শামিমকে বিদেশে পাঠানো হয়। কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু হারান। দেড় মাস আগে শামিম দেশে ফিরে এলেও বেকার আছেন। ফলে অভাবের সংসারে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের লালন-পালন নিয়ে পুরো পরিবার গভীর দুশ্চিন্তায়।

আরও পড়ুন: তৌহিদ আফ্রিদি গ্রেফতার 

হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন জানান, মৃত শিশুটির পাশাপাশি অন্য যে শিশুটি অসুস্থ, তার অবস্থা নিয়েও তারা সতর্ক আছেন। বাকি দুই নবজাতক ও মা সুস্থ আছেন।

এদিকে খবর জানার পর যশোরের জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা নবজাতকদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়