News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৫, ২৩ আগস্ট ২০২৫

সাদাপাথর ফেরত দিতে ডিসি সারওয়ারের আলটিমেটাম

সাদাপাথর ফেরত দিতে ডিসি সারওয়ারের আলটিমেটাম

ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সময়সীমার পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। 

তিনি জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় এখনো অনেকের কাছে সাদাপাথর লুকিয়ে রাখা আছে। সেগুলো উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তিন দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে মূল সিদ্ধান্ত হলো—মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যাদের কাছে এখনো পাথর রয়েছে, তারা তা ভোলাগঞ্জ এলাকায় ফিরিয়ে দেবেন। ইতোমধ্যে দুই উপজেলায় মাইকিং করে সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে। 

জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়সীমার পর অভিযান চালিয়ে কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে শুধু সংশ্লিষ্ট ব্যক্তিই নয়, বরং এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, একই সঙ্গে লুটকৃত সাদা পাথরের মূল হোতাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। প্রশাসন পরিবেশ সংরক্ষণ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

আরও পড়ুন: ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুট, ৫ জন আটক

উল্লেখ্য, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দুদকের অনুসন্ধানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ও জানিয়েছে, “সাদা পাথর শুধু লুট নয়, হরিলুট হয়েছে” এবং এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে এলাকাজুড়ে ক্রাশার বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উদ্ধার অভিযান চলছে। হাইকোর্টও সাত দিনের মধ্যে পাথর আগের স্থানে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা সিলেটের অন্যতম প্রাকৃতিক সম্পদভাণ্ডার। দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের মতে, কিছু প্রভাবশালী মহল ও রাজনৈতিক সংশ্লিষ্টতা এই লুটপাটকে উৎসাহিত করেছে।

জেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সমর্থন জানিয়েছে এবং দ্রুত কার্যকর বাস্তবায়নের দাবি তুলেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়