কয়রায় অস্ত্র গুলিসহ বনদস্যু আটক
খুলনা: সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ইলিয়াস বাহিনীর সক্রিয় সদস্যকে বিদেশি বন্দুক ও গুলিসহ আটক করেছে কয়রা থানার পুলিশ। আটক বনদস্যু উপজেলা মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতোলার চর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আজিজুর রহমান(৩০) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোর ৪টার দিকে তার উপজেলা আজিজুর রহমানকে (৩০) তার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সুন্দরবনের গহীন থেকে ১টি একনলা বিদেশি বন্দুক ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে। আটক আজিজুর রহমান সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ইলিয়াস ও জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি করে আসছে বলে স্থানীয় জেলে বাওয়ালীরা জানিয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানান, এ ব্যাপারে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








