News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৬, ২৫ জানুয়ারি ২০২০
আপডেট: ১০:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০

চাঁদপুরে ১২শ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ১২শ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত থেকে শনিবার (২৫ জানুয়ারি) ভোর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার ইছাহাক আলী এবং সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা লঞ্চে এবং মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, জব্দকৃত জাটকা ইলিশ কোস্টগার্ড স্টেশনে অসহায় ও হতদরিদ্র মানুষ এবং বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। তিনি বলেন, নদীতে সকল ধরনের অপরাধ ও দস্যুতা দমনে চাঁদপুরের কোস্টগার্ড তৎপর। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান ব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়