News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৮, ১৯ নভেম্বর ২০১৯
আপডেট: ১৭:৫৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ

সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ

ফেসবুক লাইভে ধর্মীয় অবমাননার অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতউল্লাহ ওরফে সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন সেফুদাকে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। সেফুদাকে গ্রেপ্তার করা যায়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এরপর বিচারক সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী সেফুদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। ৩০ সেপ্টেম্বর সেই প্রতিবেদন আমলে গ্রহণ করে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামি ১৬ ফেব্রুয়ারি সেফুদার সম্পত্তি ক্রোক করা গেল কিনা সেই প্রতিবেদন প্রতিবেদন দাখিল করতে বলেছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ তথ্য জানান। গত ২৩ এপ্রিল ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী জীবন মামলাটি দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়