News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৮ অক্টোবর ২০১৯
আপডেট: ০৪:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

নওয়াপাড়ায় বাসের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু

নওয়াপাড়ায় বাসের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া জাফরপুর মাইলপোস্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওয়াপাড়ার জাফরপুর গ্রামের গোলাম নবী (৮০) ও খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের সেলিম মোল্যার স্ত্রী জ্যোছনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে শিক্ষার্থীরা একটি বাসে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। বাসটি ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি পথচারী গোলাম নবী ও জ্যোছনাকে চাপা দিয়ে পাশ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। নওয়াপাড়া হাইওয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই ওমর ফারুক জানান, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়