লক্ষ্মীপুরে গুলিতে যুবক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় গুলিতে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে মরদেহ উদ্ধারের দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম ইলিয়াস (৩৫)। তিনি উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধারের দাবিও করেছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “গোলাগুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এসময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসী বাহিনীর বন্ধুকযুদ্ধে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ








