চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার চকবাজার এলাকার রহমতগঞ্জ ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রহমতগঞ্জ ডালপট্টিতে অবস্থিত একটি পুরনো তিনতলা আবাসিক ভবনের একেবারে ওপরের তলায় আগুন লাগে। ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যে, অর্থাৎ বিকেল ৪টা ৪৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত আরও ইউনিট পাঠানো হয়। প্রথম দুটি ইউনিটের পর আরও চারটি ইউনিট সেখানে পৌঁছায়। বর্তমানে অন্তত সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন যে অতিরিক্ত আরও তিন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে। ফায়ার সার্ভিসের পুরো দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের তৃতীয় তলায় আগুন লাগার সময় কেউ উপস্থিত ছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে। তবে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই রহমতগঞ্জ ডালপট্টি এবং আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। হঠাৎ ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং কর্মীদের কাজে সহায়তা করার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে তারা সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন। একই সাথে, ভবনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে আগুন অন্য কোনো ভবনে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি না হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








