News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৩, ১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:০৪, ১ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: সিসিটিভিতে মোহাম্মদপুর কিশোর গ্যাং হামলার হৃদয়বিদারক দৃশ্য

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়