News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২৫

বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন ঘোষণা করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন এ ঘোষণা দেন। এসময় আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন। বাকেরের হাত উঁচিয়ে ধরে মাহিন বলেন, “আবু বাকের মজুমদারের বিজয়ই আমার বিজয় বলে গণ্য হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা ও ঐক্যের ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মাহিন বলেন, “গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করা এখন জরুরি। যদি ডাকসুতে অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, শিক্ষার্থীদের প্রতি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি হবে।”

আবু বাকের মজুমদারকে ‘গণঅভ্যুত্থানের অগ্রসেনানী’ উল্লেখ করে মাহিন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাকে জিএস পদে নির্বাচিত করার জন্য।

তবে মাহিন জানান, এখন প্রার্থীর তালিকা থেকে নাম প্রত্যাহারের সুযোগ নেই, তাই আনুষ্ঠানিকভাবে তার নাম তালিকায় থাকলেও তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন।

এসময় আবু বাকের মজুমদার বলেন, “২০২৪ সালের ৬ জুন মাহিন সরকারের সঙ্গে আমার পরিচয় হয়। তখন তিনি বলেছিলেন, যেকোনো মূল্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল করতে হবে। এরপর থেকেই আমরা একসঙ্গে পথচলা শুরু করি।”

আরও পড়ুন: ধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করলো ঢাবি

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময় মাহিন হলপাড়ার শিক্ষার্থীদের সংগঠিত করেছিলেন। অনেকে চেয়েছেন আমরা যেন একসঙ্গে চলি, সেই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়