জাকসুর ভোট গণনা পদ্ধতিতে পরিবর্তন
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা থাকলেও সর্বশেষ সিদ্ধান্তে ভোট গণনা হবে ম্যানুয়ালি, অর্থাৎ হাতে গোনা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে।
এ নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান নির্বাচনী কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, যেহেতু ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে, তাই জাকসু নির্বাচনে সকল ভোট হাতে গোনা হবে।
প্রথমে সিদ্ধান্ত ছিল, ভোটগ্রহণ শেষে ব্যালটপত্র মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে গণনা করা হবে। তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের লিখিত আবেদনের পর নির্বাচন কমিশন ভোট হাতে গণনার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে আটক ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। তাদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, রাত থেকে ছাত্রশিবির ও ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দিতে চেষ্টা করছে প্রশাসন। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট কোম্পানি থেকে আনা। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। পরে প্রশাসন আমাদের দাবি মেনে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, ছাত্রশিবির এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, শুধু ম্যানুয়ালি ভোট গণনা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে না। সেজন্য দুই পদ্ধতিতেই ভোট গণনা করা উচিত।
শিবিরের অভিযোগ, ছাত্রদলকে সুবিধা দিতেই প্রশাসন ভোট গণনার পদ্ধতি পরিবর্তন করেছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হলে মিলিয়ে ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে।
ভোট পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৭ জন শিক্ষককে পোলিং অফিসার এবং সমান সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে সহায়ক পোলিং অফিসার হিসেবে। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা সম্পন্ন হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








