News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ২৪ জুন ২০১৯
আপডেট: ০৮:১২, ১১ ডিসেম্বর ২০২০

বিএনপির সাবেক উপমন্ত্রী দুলুকে জিজ্ঞাসাবাদ

বিএনপির সাবেক উপমন্ত্রী দুলুকে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

আসাদুল হাবিব দুলু লালমনিরহাট ৩ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, আসাদুল হাবিব দুলু বিএনপি আমলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলের টেন্ডারবাজি এবং ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায় করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ অভিযোগ প্রাথমিক যাচাই করে পরে অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।

সর্বশেষ

পাঠকপ্রিয়