News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২১, ১৬ মে ২০১৫
আপডেট: ১১:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

‘মানবসম্পদ বিদেশ পাঠিয়ে অনেক রেমিটেন্স আয় করি’

‘মানবসম্পদ বিদেশ পাঠিয়ে অনেক রেমিটেন্স আয় করি’

ঢাকা: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা রপ্তানি বাণিজ্যের পাশাপাশি দক্ষ মানবসম্পদ বিদেশে পাঠিয়ে অনেক রেমিটেন্স আয় করি।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি, অ্যান্ডপোভার্টি ২০১৫ এবং সাউদার্ন ভয়েস আয়োজিত ‘এশিয়া মহাদেশের বিবর্তনশীল অর্থায়নের চিত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মূল গবেষণাপত্র উপস্থাপন করেন।

সরকার ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে বেসরকারি খাতকে বিষেশভাবে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, “৭০ শতাংশ বেসরকারি এবং ৩০ শতাংশ সরকারি বিনিয়োগ। এসব কিছুর উপরই ধীরে ধীরে আমাদের দেশের অর্থনীতির ভিত শক্তিশালী হচ্ছে।”

আ হ ম মুস্তফা কামাল বলেন, “আমাদের দেশের শিক্ষার হার বেড়েছে, দারিদ্র্য কমেছে। ভবিষ্যতে বিভিন্ন খাতে বিনিয়োগ, শিক্ষায় অগ্রাধিকার, কাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও উন্নত অর্থনীতির ওপর অধিক গুরুত্ব প্রদান করছি।”

সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নিউইয়র্ক ভিত্তিক ইউএন মিলেনিয়াম ক্যাম্পেইনের সহকারী পরিচালক সেরিং ফালু নিজে, পরিকল্পনা কমিশনের সদস্য আরস্ত খান, এডিপির সাবেক পরিচালক ড. সুলতান হাফিজ রহমান, বাংলাদেশে নিযুক্ত কোরিয় রাষ্ট্রদূত এইচ ই লি উ-ইয়ং, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়ার্টকিনসসহ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়