৪ দিন পর চালু আশুগঞ্জ সার কারখানা
ব্রাহ্মণবাড়িয়া: চারদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা।
অ্যামোনিয়া প্ল্যান্টে বয়লারের ত্রুটি মেরামত কাজ শেষে মঙ্গলবার দুপুর থেকে আবারও সার উৎপাদন শুরু হয়।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল কবির জানিয়েছেন, শুক্রবার অ্যামোনিয়া প্ল্যান্টের বয়লারে ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত কাজ শেষ করতে চার দিন সময় লাগে। মঙ্গলবার দুপুর থেকে কারখানার সার উৎপাদন শুরু হয়েছে।
উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১৪শ মেট্রিক টন সার উৎপাদন করা হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








