News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১২, ১৭ জানুয়ারি ২০২০

১০৭ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ

১০৭ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ

ঢাকা: বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের ১০৭টি দেশে রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য জার্মানী, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালী, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
 
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
 
মন্ত্রী বলেন, “ওষুধের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বিনামূল্যে নমুনা প্রেরণের সুবিধা দেয়া হচ্ছে। এক্ষেত্রে রপ্তানি এলসি বা ঋণপত্র বাদে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার অথবা প্রতি এলসি বা ঋণপত্রের বিপরীতে এলসি মূল্যের ১০ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলারে ওষুধ প্রেরণ করা হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক কেইস টু কেইস ভিত্তিতে পরীক্ষাপূর্বক এ সীমা বৃদ্ধি করতে পারবে।”
 
এম আবদুল লতিফের তারকা চিহিৃত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএনপি-জামায়াতের অযৌক্তিক হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যেও রপ্তানি আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, “২০১৪-১৫ অর্থ বছরের জুলাই-আগষ্ট সময়ে রপ্তানি আয় এবং একই সময়ে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম অর্জিত হয়। কিন্তু চলতি অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় বিগত অর্থ বছরের একই সময়ের চেয়ে বেশি। গত অর্থ বছরে যে সময় রপ্তানি আয় ছিল ২ দশমিক ০৭ শতাংশ, চলতি অর্থ বছরে একই সময় রপ্তানি আয় ২ দশমিক ৪৩ শতাংশ।"
 
মন্ত্রী বলেন, “রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এরমধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ গ্রহণে বিদেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ ও রপ্তানি বাণিজ্যে অশুভ বাধা অপসারণে দ্বি-পাক্ষিক আলোচনার বিষয়টি রয়েছে।”
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়