ডিএসইতে লেনদেনে বড় বিপর্যয়
ঢাকা: চলতি বছরের শুরু থেকেই দেশের পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় কখনো লেনদেন আবার কখনো সূচকের পতন অব্যাহত রয়েছে।
চলতি সপ্তাহের বেশির ভাগ সময় সূচকের পতন হলেও আজ বৃহস্পতিবার তা ঊর্ধ্বমুখি ধারায় ফিরেছে। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনে তুলনায় ২৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে কমে দাঁড়িয়েছে ১৬৬ কোটি টাকা। যা ডিএসইতে ৫৭ কার্যদিবসের মধ্যে লেনদেনের সবচেয়ে বড় বিপর্যয়।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার ১৬৬ কোটি ৬১ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩৫ কোটি ২৭ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৩৪ লাখ টাকা।
গত বছর ২৮ ডিসেম্বর লেনদেন হয়েছিল ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা। তখন ডিএসইতে আধুনিক ট্রেডিং সফটওয়্যারের যাত্রা শুরু হয়েছিল। এর ফলে পুঁজিবাজারে সেসময় মন্দা সময় বিরাজ করছিল।
পরবর্তীতে লেনদেন ওঠানামা করলেও বৃহস্পতিবারের মতো এতটা নিচে নামেনি। আজ লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৬৬টি, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৮ দশমিক শূন্য ২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া ডিএস ৩০ সূচক ১১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮৬ দশমিক ৬৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে প্রধান ১০টি কোম্পনি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, ইফাদ অটোস, শাহাজীবাজার পাওয়ার, এসিআই লি., স্কয়ার ফার্মা, বেক্সিমকো লি., শাশা ডেনিমস্, সামিট এলায়েন্স ও ওয়ান ব্যাংক লি.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পনি হলো, হাওয়া ওয়েল টেক্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, ফার কেমিক্যাল, আইএফআইসি, ইউনিক হোটেল, সিএনএ টেক্স, রিপাবলিক ইন্সুরেন্স, অলটেক্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লি.।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পনি হলো, ইউনাইটেড ফাইন্যান্স, আজিজ পাইপস, ইসলামি ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, ইবিএল ১ম মি. ফা., মুন্নু সিরামিকস, ইস্টার্ন ইন্সুরেন্স, ৩য় আইসিবি, পিপলস ইন্সুরেন্স ও আইএফআইসি ১ম মি. ফা.।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৯৪ দশমিক শূন্য ৫ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া সিএসই ৫০ সূচক ৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৯৯৯ দশমিক ৯৮ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৪৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৬ দশমিক ২১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৯ দশমিক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫৫ দশমিক ৩০ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৯৭০ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩২টি, কমেছে ৫৩ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








