News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বাজারে সবজি-মাছের দাম চড়া, চালের দাম কমেছে

রাজধানীর বাজারে সবজি-মাছের দাম চড়া, চালের দাম কমেছে

ফাইল ছবি

রাজধানীর বাজারে সবজি ও মাছের দাম এখনও স্বস্তিদায়ক পর্যায়ে নেই। তবে কিছু সবজির দাম আগের তুলনায় সামান্য কমেছে। বর্তমানে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে ৬০–৮০ টাকায়। শসা ৫০–৬০, বেগুন ৭০–৮০, করলা ৮০ এবং কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ও পেঁপে সস্তা, প্রতি কেজি ২৫–৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে মাছের দামও চড়া। ৭০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়, চিংড়ি ৭৫০–১২০০ টাকা এবং চাষের রুই, তেলাপিয়া ও পাঙ্গাশ আগের তুলনায় ২০–৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে, ব্রয়লার মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত আছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০–১৮০, সোনালি মুরগি ৩০০–৩২০ এবং প্রতি ডজন ডিম ১৩৫–১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে সামান্য স্বস্তি। ভারত থেকে নতুন চাল আমদানি হওয়ায় নাজিরশাইল ও মোটা কয়েক পদের চালের দাম কমেছে। নাজিরশাইলের দাম প্রতি কেজি ৮৪–৮৬ টাকা, মোটা পায়জাম ও স্বর্ণা জাতের চাল ৫৬–৬০ টাকা, তবে জনপ্রিয় মিনিকেট চালের দাম আগের মতো ৭৮–৮৫ টাকায় রয়েছে।

আরও পড়ুন: সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূতের খবরে হতাশা-উদ্বেগ

বাজারে সবজির দাম বেশি থাকা ও মাছের চড়া হওয়ার মূল কারণ সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকা। বিশেষ করে সবজির মৌসুম শেষ হওয়ায় দাম সামান্য বাড়তি থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়