News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ৫ ডিসেম্বর ২০২৫

সোয়াবিন তেল-পেঁয়াজের দাম বৃদ্ধি, সবজির দাম কমতে শুরু

সোয়াবিন তেল-পেঁয়াজের দাম বৃদ্ধি, সবজির দাম কমতে শুরু

ছবি: সংগৃহীত

সরকারের অনুমতি ছাড়াই বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। প্রতি লিটার তেলের দাম ৯ টাকা, ৫ লিটার বোতলের দাম ৪৩ টাকা এবং দুই লিটার বোতলের দাম ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, পেঁয়াজের দামও চড়া হয়েছে। শেষ দুই-তিন দিনে কেজিতে দাম বেড়ে ১২০-১৪০ টাকা পর্যন্ত পৌঁছেছে। তবে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে; পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা  গেছে, গত সপ্তাহে লম্বা বেগুন ৮০-১০০ টাকায় এবং গোল বেগুন বিক্রি হয়েছে ১২০ টাকা পর্যন্ত দামে। এই দাম এখন কমে লম্বা বেগুন ৭০-৮০ টাকা এবং গোল বেগুন ৮০-৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজারে এখন মোটামুটি দুই রকমের শিম পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবুজ শিমের দাম ৮০ টাকা থেকে কমে ৫৫-৬০ টাকায় নেমেছে। দাম কমেছে রঙিন শিমেরও। এই শিমের দাম ১০০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাঝারি আকারের প্রতিটি ফুলকপি এখন ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে বাঁধাকপির দামও। প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। যা গত সপ্তাহেও ছিল ৪০-৫০ টাকা। একইভাবে দাম কমে আসছে টমেটোর। প্রতি কেজি টমেটোর দাম ১২০-১৪০ টাকা থেকে কমে মান ও বাজারভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকার মধ্যে।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কার্যক্রম শুরু করছে সম্মিলিত ইসলামী ব্যাংক

সবজি বিক্রেতা এনামুল হক বলেন, শীতের সবজির সরবরাহ বেড়েছে। এই সরবরাহের কারণে দাম কমতে শুরু করেছে। এতে করে বিক্রিও বেড়েছে।

বাজারে ডিম-মুরগির দাম স্থিতিশীল রয়েছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১১৫-১২০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গত বুধবার সাংবাদিকদের জানান, সরকারের অনুমতি ছাড়া তেলের দাম বৃদ্ধি আইনের ব্যত্যয়, এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়