ব্যাটসম্যানদের হাতেই সমস্যা সমাধানের চাবিকাঠি: নাসির
ঢাকা: অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যা বলেছিলেন, শনিবারসীয় মিরপুরে নাসির হোসেন সেটাই বললেন। ব্যাটিং ব্যর্থতাই ডোবাচ্ছে বাংলাদেশকে। সমাধানও ব্যাটসম্যানদের হাতেই। ব্যাটসম্যানরা ক্লিক করতে পারলেই জয়ের সরণীতে ফিরবে টাইগাররা। আর এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় অসম্ভব নয়।
সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, “আসলে আমরা ব্যাটসম্যানরা রান করতে পারছি না। ব্যাটসম্যানরা রান করতে পারলেই কোনও সমস্যা থাকবে না। এই দক্ষিণ আফ্রিকা দলকে আমরা হারাতে পারি। আর সেটা ব্যাটসম্যানদের হাত ধরেই সম্ভব।”
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটের হারকে ভুলে যেতে চান নাসির। তাকাতে চান সামনে। রোববারের ম্যাচের আগে নাসির বললেন, “শেষ ওয়ানডে আমাদের জন্য খারাপ একটি দিন। এখন সেখান থেকে আমাদের কামব্যাক করতে হবে। আসলে দলে সব ঠিক আছে, কোনও কিছুই বদলায়নি। সবাই দারুণ আত্মবিশ্বাসীও। একটা ম্যাচ জিতলেই পুরো দৃশ্যপট বদলে যাবে।”
বিসিবি সভাপতি কী ক্রিকেটারদের সতর্ক করেছেন, নাকি কোন পরামর্শ দিয়েছেন- এমন প্রশ্নে নাসির বলেন, “উনি (নাজমুল হাসান পাপন) সবসময় আমাদের সাহস দেন। সেরকমই একটা মিটিং ছিল। ফরমাল কোন মিটিং না। সবাইকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন আরকি।”
টানা চারটি ম্যাচে হার ব্যাটসম্যানদের মধ্যে নেতিবাচক কোন প্রতিক্রিয়া ফেলছে না বলেও জানান বাংলাদেশ অলরাউন্ডার। তিনি বলেন, “তেমন কিছু হয়নি, আবার অনেক কিছুই হয়েছে। আসলে সবই ঠিক আছে। খারাপ খেললে অনেকে অনেক ধরনের কথা বলবে। এটাই স্বাভাবিক।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








