মুস্তাফিজ তোপের পর মিরপুরে বৃষ্টির হানা
ঢাকা: ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকে আবারো গুড়িয়ে দিয়েছেন তরুণ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৪৩.৫ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে মহেন্দ্র ধোনি বাহিনী। কিন্তু এরপরই বৃষ্টি হানা দেয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ফলে এখন ম্যাচ বন্ধ রয়েছে।
এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ধোনি। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মার উইকেট হারায় তারা। এরপর শিখর ধাওয়ান ও মহেন্দ্র ধোনি ব্যাট হাতে দৃঢ়তা দেখালেও মুস্তাফিজ সব দৃশ্যপট বদলে দেন। বাংলাদেশের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন টাইগার পেসার।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৯ রানের ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম