News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ১৭ মে ২০১৫
আপডেট: ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০২০

পাক-জিম্বাবুয়ে সিরিজে বড় ধাক্কা!

পাক-জিম্বাবুয়ে সিরিজে বড় ধাক্কা!

ঢাকা: পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের আগে বড় একটা ধাক্কা খেল আয়োজকরা! হ্যাঁ, ধাক্কাই তো। কারণ, আসন্ন সিরিজে ম্যাচ অফিশিয়াল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে (জেডসি) এ তথ্যও জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। একটি বিবৃতি দিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে আইসিসি। অবশ্য এই ঘটনার পরও জিম্বাবুয়ে ও পাকিস্তান সিরিজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।

কেন এরূপ সিদ্ধান্ত, তার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। জানিয়েছে, নিরাপত্তা শঙ্কাতেই ম্যাচ অফিশিয়াল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে পাকিস্তান এখন দেশীয় আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনা করবে। এর আগে গত ২০১২ সালে বাংলাদেশ দেশটিতে সফরের সিদ্ধান্ত নিলেও আইসিসি ম্যাচ অফিশিয়াল না পাঠানোর ঘোষণা দিয়েছিল।

লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বন্দুক হামলার পর থেকে টেস্ট খেলুড়ে কোন দেশ পাকিস্তান সফরে যায়নি। বন্দুকধারীদের ওই হামলায় শ্রীলঙ্কা টিম বাসের ড্রাইভার ও ছয় পুলিশ সদস্য নিহত হয়। ফলে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক প্রকার ব্রাত্য হয়ে পড়ে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়