আমাদের বিশ্বাস ছিল আমরা জিতব: মাশরাফি
ঢাকা: জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বিশ্বকাপে আমরা ধারাবাহিক পারফর্ম্যান্স করে আসছিলাম। তাই আমাদের বিশ্বাস ছিল আমরা জিতব।
রোববার সন্ধ্যায় দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক এ কথা বলেন।
মাশরাফি বলেন, “কোয়ার্টার ফাইনালে আম্পায়াদের সিদ্ধান্তগুলি যদি আমাদের পক্ষে আসত, তাহলে আমরা জিততাম। দেশের মানুষকে ধন্যবাদ তারা আমাদের পাশে ছিল।”
দেশের দর্শকদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, “দেশের মানুষ আমাদের নিয়ে অনেক কিছু প্রত্যাশা করে। তারা সবসময় আমাদের পাশে থাকে। তাই আমরা চেষ্টা করবো দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে। বিশ্বকাপের পারফর্ম্যান্স নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ২০১৯ সালে বিশ্বকাপে আমরা শেষ পর্যন্ত লড়াই করবো।”
এপ্রিলে পাকিস্তান সিরিজ নিয়ে মাশরাফি বলেন, “বিশ্বকাপে আমরা যে পারফর্ম্যান্স দেখিয়েছি সেই পারফর্ম্যান্স নিয়ে সামনের সিরিজগুলোতে আমরা প্রতিটি ম্যাচেই জিততে চাই। আমার বিশ্বাস আমরা জিততে পারবো।”
সংবাদ সম্মেলনে মাশরাফি আরও বলেন, “বিশ্বকাপে আমাদের ক্রিকেটাররা দারুণ খেলেছে। পেসাররা দারুণ ভালো করেছে, ব্যাটসম্যানরা ভালো করেছে। সবাই সেরা ক্রিকেট খেলেছে। দলের টিম ম্যানেজম্যান্টে কোচ, ম্যানেজারসহ সবাই আমাদের হেল্প করেছে। সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে চাই।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








