News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে বিশ্ব মিডিয়া

বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে বিশ্ব মিডিয়া

আইসিসি বিশ্বকাপ ২০১৫-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনায় মুখর এখন পুরো ক্রিকেটবিশ্ব। ক্রিকেটবোদ্ধা ও ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভারত-বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং বিষয়ে থেমে নেই বিশ্ব মিডিয়াও।

হিন্দি দৈনিক নবভারত টাইমস শিরোনামে লিখেছে, “আম্পায়ারোন নে দিয়ে দো সন্দিগ্ধ ফয়সালে” অর্থাৎ আম্পায়াররা দুটি সন্দেহজনক সিদ্ধান্ত দিয়েছেন। এরপর মূল নিউজে তারা লিখেছে, আম্পায়ারদের সন্দেহজনক সিদ্ধান্তের কারণে আইসিসি বিশ্বকাপ ২০১৫-এর দ্বিতীয় সেমিফাইনাল সমালোচনার মুখে পড়েছে।

ভারতের ‘ওয়ান ইন্ডিয়া’ পত্রিকা লিখেছে, “রোহিতের শত রান বিতর্কে পাকিস্তানি আম্পায়ার আলিম দার।” ওই প্রতিবেদনের ভিতরে তারা লিখেছে, আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হলো এদিনের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের আম্পায়ার আলিম দার। ভারতীয় ওপেনার রোহিত শর্মার একটি ন্যায্য আউট দেননি বলে বিতর্কে জড়ালেন তিনি।

বিবিসি বাংলা তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে, “যে ভুলের মূল্য দিতে হলো বাংলাদেশকে।” প্রতিবেদনে তারা লিখেছে, রুবেল হোসেনের বলে রোহিত শর্মার আউট না দেয়াটির মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়