স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিদর্শন ক্রীড়া উপমন্ত্রীর
নাটোর: নাটোরের সিংড়ায় স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় স্টেডিয়াম নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি। এসময় ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, “জায়গা বরাদ্দ হলেই খুব দ্রুততার সাথে সিংড়াতে উন্নতমানের একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
উপমন্ত্রী স্টেডিয়ামটি ঘুরে দেখেন এবং ইনডোর গেমসের জন্য সকল সামগ্রী পর্যায়ক্রমে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








