সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়
ঢাকা: বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের অন্যায় সিদ্ধান্তের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় শুরু হয়েছে। আম্পায়াদের অন্যায় সিদ্ধান্তের পাশাপাশি সমালোচনা করা হচ্ছে আইসিসিরও। একই সঙ্গে প্রশ্ন উঠছে ক্রিকেটের স্বচ্ছতার বিষয়েও।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম থেকেই আম্পায়ারদের অন্যায় সিদ্ধান্তের বিষয়ে ঝড় শুরু সামাজিক যোগাযোগ মাধ্যমে। খেলার সময় যতই গড়াতে থাকে ততই বাড়তে থাকে আম্পায়ারদের অন্যায় সিদ্ধান্তের সংখ্যা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়তে থাকে ক্ষোভ। সামাজিক যোগাযোগের সেইসব প্রতিক্রিয়ার অংশবিশেষ তুলে ধরা হলো নিউজবাংলাদেশের পাঠকদের জন্য-
আই সি সি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়ে থাকে তাহলে সানি লিওন একজন সাত্তি সাবিত্রি নারী -শিমুল তুলা
Mahmudullah was not out. Rohit touched the rope. By signalling out Rohit lied infront of millions eyesm He is a lier, lier, lier -মুনির হাসান
দেশব্যাপী হাজারো গরু-খাসির প্রাণ বাঁচালো আইসিসি। তারে কি ধন্যবাদ দিমু? দিমু না। কারণ তার বদলে আমাদের গলা কাটা হয়েছে -আহমেদ জুয়েল
পাকিস্তানের ঐ অম্পায়ার কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তা বাঙালি জাতি জানতে চাই? নাকি একটি নর্তকীর বিনিময়ে বিক্রি হয়েছে। তবে ভারতের ক্রিকেট সম্পর্কে আমার ধারণটা আজকে পাল্টে গেলে। তারা বাংলাদেশকে এত ভয় করে তা আমি আগে জানতাম না। সেই ভয় থেকেই আজকের এতবড় চুরি-ডাকাতি। কারণ তারা চুরি ও ডাকাতি ছাড়া জিততে পারতো না।......ধিক্কার জানায় তোমাদের এই জয়কে ভারত। আমাদের আইসিসির সভাপতি সাহেবকে আমি বলব সভাপতি হলে সভাপতির মত সভাপতি হোন আর তা না হলে পদত্যাগ করেন। আজকে সভাপতি হয়ে বাংলাদেশকে কি দিলেন তা ১৬ কোটি সাধারণ মানুষ জানতে চায়? প্রশ্নটা থেকেই গেলে আপনার কাছে? —শাহিদুল ইসলাম সোহাগ
টাইগারস তোমরা শুধু ১১ জন ইন্ডিয়ান ক্রিকেটার এর বিরুদ্ধে লড়ছ না, লড়ছ আম্পায়ার, ওয়েদার, আই সি সি এবং ভাগ্যের বিরুদ্ধে। তোমরা অলরেডি আমাদের হৃদয় জিতে নিয়েছ। এই ম্যাচের রেজাল্ট কোন ব্যাপার ই না। লাভ ইউ টাইগারস। –তৌহিদ জামান
আজ খেলা হচ্ছে বাংলাদেশ বনাম ‘আইসিসি’ ক্রিকেট টিমের...!!!!! আইসিসি টিমের জন্য এলবিডাব্লিউ ও কট আউট বাতিল করা হয়েছে —ওয়ালিউল মুক্ত
আইসিসি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল ওরফে লোটাস কামাল জবাব চাই। আমরা কী এই ক্রিকেট চেয়েছিলাম? আর এই আম্পায়ারিং নিয়ে আলীম দার কীভাবে আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয় তা আর বুঝতে খুব বেশি মাথা খাটাতে হলো না। আলীম দার পুরস্কারের বিনিময়ে আইসিসির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। কারণ আইসিসি তো ভারতে নতজানু!!! -হিটলার এ. হালিম
Shabash tigers. You did excellent against the corrupted umpires, ICC, Indian commentators and Indian team. Go ahead, we will succeed one day -আরশাদুল ইসলাম
Shame for Cricket .............. bad decision by umpires –মেসবাহ আলম
From d beginning they started giving wrong decision against us. Very bad umpiring. Money talks —শেখ আশরাফুল বারী
আইসিসি জিন্দাবাদ, এমন ক্রুশিয়াল ডিসিশন দুইবার দেখেই ডান!!! —মিজানুর রহমান
শুয়রের বাচ্চা আইসিসি আর তাদের আম্পার। মাহমুদুল্লাহ’র সিক্স বাতিল করে আউট করে দিল? —ইয়াকুব আলী মিঠু
লোটাস কামালের পদত্যাগ করা উচিত। সারা দেশে বিক্ষোভ হওয়া উচিত। ইংল্যান্ড, পাকিস্তান, আইসিসি ও ভারতের জুয়াড়িদের বিপক্ষে। আমরা নিতান্তই ভদ্রলোক তাই এখনো কিছু করি নি। তবে আমার সাধ্য থাকলে এর জবাবদিহিতা চাইতাম। –এনামুল মণি
নিউজবাংলাদেশ/এমএম
নিউজবাংলাদেশ.কম








