কোয়ার্টারেও ব্যর্থ তামিম-ইমরুল
ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে জয়ের জন্য ৩০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন তারা।
কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ শুরু করেও হতাশ করেন তামিম-ইমরুল। দলীয় সপ্তম ওভারের যাদবের তৃতীয় ও চতুর্থ বলে দুজনেই আউট হয়ে সাজঘরে ফেরেন।
জাতীয় দলের তরুণ ওপেনার এনামুল হক বিজয় চোটের কারণে বিশ্বকাপে সুযোগ পান ইমরুল। অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও বিজয়ের অভাব পূরণ করতে ব্যর্থ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে মিলে মাত্র চার রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল।
টানা দুই ম্যাচে হতাশ করার পরও ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ বাঁচা মরার লড়াইয়ে একাদশে জায়গা পায় ইমরুল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যক্তিগত শুন্য রানেই ক্যাচ তুলে দিয়েছিলেন। ভারতের উইকেটরক্ষক ধোনি আবেদন না করায় জীবন পান। জীবন পেয়েও দেশের মানুষকে রীতিমতো হতাশ করেন।
১৪ বল মোকাবেলা করে মাত্র ৫ রানে রান আউটের শিকার হন। দলীয় রান তখন ৬.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৩ রান।
ইমরুল সাজঘরে ফেরার আগেই বলেই ব্যক্তিগত ২৫ রান করে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপেও ওপেনার তামিম নিজের প্রতি সুবিচার করতে পারেনি। স্কটল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া বিশ্বকাপের বাকি সবগুলো ম্যাচেই রীতিমতো হতাশ করেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি এ ব্যাটসম্যান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম








