News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান

ছবি: সংগৃহীত

একই দিনে পাকিস্তানকে হারানোর সমীকরণ ছিল বাংলাদেশের সামনে-,একটি ফুটবলে, অন্যটি ক্রিকেটে। অ-১৭ সাফ ফুটবলে ২-০ গোলের জয়ে সেই সমীকরণ মিললেও ক্রিকেটে হলো না। দুবাইয়ে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে ১১ রানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হলো লিটন দাসদের।

ম্যাচের সমীকরণ ছিল সহজ- ২০১৬ সালের মতো ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ছিল মাত্র ১৩৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় পেয়েছিল দল, সেটিও এই মাঠেই, কয়েকদিন আগেই। সেই জয়ে উজ্জীবিত বাংলাদেশ এবারও আশাবাদী ছিল। তবে ব্যাটিং ব্যর্থতা সেই আশা ভেঙে দিল।

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল বাংলাদেশের জন্য। মাত্র ৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। প্রথম উইকেটে তাসকিন আহমেদের বলে ফিরেন ওপেনার ফখর জামান। এরপর ছোট ছোট শুরু করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। দলীয় ৫০ পেরোনোর আগেই ফিরেন সালমান আলী আগারা।

তবে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১, শাহিন আফ্রিদির ১৩ বলে ১৯, নাওয়াজের ১৫ বলে ২৫ এবং ফাহিম আশরাফের ৯ বলে ১৪ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে তারা তোলে ১৩৫ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন নেন ৩ উইকেট, রিশাদ হোসেন ও মেহেদী হাসান নেন ২টি করে উইকেট।

১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়ে শূন্য রানে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর তাওহিদ হৃদয় ১০ বলে ৫ রান করে ফেরেন শাহিনের শিকারে।

এশিয়া কাপে দলের আশার প্রতীক হয়ে ওঠা সাইফ হাসানও ফিরলেন ১৫ বলে ১৮ রান করে হারিস রউফের বলে সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে। এখানেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

পরের ব্যাটারদের কেউই ইনিংস গড়তে পারেননি। মেহেদী হাসান ১০ বলে ১১, নুরুল হাসান ২১ বলে ১৬ ও অধিনায়ক জাকের আলী ৯ বলে ৫ রান করে ফেরেন।

আরও পড়ুন: পাকিস্তানকে হারালে ফাইনালে টাইগাররা

শেষ দিকে শামীম হোসেন (২৫ বলে ৩০), তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন লড়াইয়ের চেষ্টা করলেও তা জয়ে রূপ নিতে পারেনি। ১৮তম ওভারে দলীয় ৯৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। হারিস রউফের করা ওভারে মোস্তাফিজ ও রিশাদ চেষ্টা চালালেও সফল হয়নি। প্রথম বলে লেগ বাইয়ে আসে ১ রান, দ্বিতীয় বলে চার মারেন রিশাদ। তৃতীয় বল ডট, চতুর্থ বলে রিশাদের ছক্কায় কিছুটা আশা জাগলেও শেষ দুই বল ডট হয়ে যায়। ফলে বাংলাদেশ থেমে যায় ১২৪ রানে।

১১ রানের এই হারে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়