News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নতুন আপডেট আনল ফেসবুক, বাড়বে ফলোয়ার ও আয়ের সুযোগ

নতুন আপডেট আনল ফেসবুক, বাড়বে ফলোয়ার ও আয়ের সুযোগ

ছবি: ইন্টারনেট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এনেছে বড় ধরনের নতুন আপডেট। এই আপডেটের ফলে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে ফেসবুক নিজেই। তবে এর জন্য মেনে চলতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।

ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, নিয়মগুলো মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের নতুন সুযোগ তৈরি হবে।

চারটি শর্ত

মৌলিক কনটেন্ট তৈরি:
অন্যের কনটেন্ট কপি না করে সম্পূর্ণ নিজস্ব ভিডিও, লেখা বা ভিজ্যুয়াল কনটেন্ট প্রকাশ করতে হবে।

শেয়ারযোগ্য কনটেন্ট বানানো:
তথ্যবহুল, বিনোদনমূলক বা উপকারী কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করেন।

ফেসবুকের নীতিমালা মেনে চলা:
অন্যের কনটেন্ট ব্যবহার, ঘৃণামূলক বা নেতিবাচক কনটেন্ট প্রকাশ করলে মনিটাইজেশন হারানোর ঝুঁকি থাকবে।

আরও পড়ুন: ক্রিয়েটররা যে ৬টি উপায়ে মেটার এআই ব্যবহার করতে পারে

রিলসে গুরুত্ব দেওয়া (বোনাস শর্ত):
ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস দ্রুত নতুন দর্শকের কাছে পৌঁছায়। তাই নিয়মিত মানসম্মত রিলস বানালে দ্রুত প্রোফাইল বা পেজের প্রবৃদ্ধি ঘটবে।

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের এই নতুন আপডেট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গেম চেঞ্জার হতে পারে। নিয়ম মেনে মৌলিক কনটেন্ট—বিশেষ করে রিলস ভিডিও তৈরি করলে সহজেই লাখো দর্শকের কাছে পৌঁছানো সম্ভব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়