শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ছবি: সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ভূমিকম্পে আঘাত হানে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।
ভূমিকম্পে পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্রধান শহরগুলোতে- ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ারসহ খাইবার-পাখতুনখোয়ার (কেপি) বিভিন্ন জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়েছেন। এছাড়া লোয়ার দির ও মারদানেও কম্পন অনুভূত হয়েছে। খাইবার জেলার ল্যান্ডিকোটা অঞ্চলে মূল ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না: ট্রাম্প
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের ঝুঁকি স্বাভাবিকভাবেই থাকে। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র: সামাটিভি
নিউজবাংলাদেশ.কম/এসবি