News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫১, ১৮ জানুয়ারি ২০২০

‘দক্ষিণ আফ্রিকা হারেনি’

‘দক্ষিণ আফ্রিকা হারেনি’

ঢাকা: সাত বারের প্রচেষ্টায় ফাইনালের মুখ দেখলো নিউজিল্যান্ড।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। ফলে আরেক বার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে প্রোটিয়াসদের। বেদনায় নীল হয়ে। তবে অনেক সাবেক ক্রিকেটার দাবি করছেন দক্ষিণ আফ্রিকা আসলে হারেনি, বরং জয় হয়েছে ক্রিকেটের।

এদিন ২০১৫ বিশ্বকাপের অন্যতম সেরা একটি ম্যাচ উপভোগের পর কেভিন পিটারসেন বলেন, “দক্ষিণ আফ্রিকা চোক করেনি! বরং তারা তাদের থেকে ভালো একটি দলের কাছে হেরেছে। দারুণ খেলেছে নিউজিল্যান্ড। সিডনিতে দেখা হচ্ছে।” দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি জ্যাক ক্যালিস মনে করছেন, এটা ক্রিকেটের জয়। তিনি বলেন, “চিত্তাকর্ষক একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা হারেনি। নিউজিল্যান্ড জিতেছে। ভিলিয়ার্সরা তাদের বিশ্বকাপ অভিযান নিয়ে গর্ব করতেই পারে।”

ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার বলেন, “সেমির মতো খেলায় এই রকম একটি পরাজয় সত্যিই খুবই বেদনার। তোমরা ভালো খেলেছো।” অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছে, “নিউজিল্যান্ডের জন্য আনন্দের দিন। কিন্তু দক্ষিণ আফ্রিকা মাথা উঁচু করে রাখতেই পারে। ভক্তদের গর্বিত করতে সম্ভাব্য সবকিছুই করেছে তারা।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়