News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫১, ১৮ জানুয়ারি ২০২০

ভারতের কাছে হারতেই ফাইনালে নিউজিল্যান্ড!

ভারতের কাছে হারতেই ফাইনালে নিউজিল্যান্ড!

ঢাকা: ফাইনাল থেকে আরো এক ধাপ দূরে ভারত।

শিরোপা স্বপ্ন বাঁচাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে অসিদের সামনে দাঁড়াবে ধোনি ব্রিগেড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সেটা আরো এক দিন বাদে। আগামী বৃহস্পতিবার। কিন্তু বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এখনই ফাইনালে দেখছেন বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খান। ‘থ্রি ইডিওডস’ ও ‘পিকে’ খ্যাত অভিনেতা এমন মন্তব্যও করেছেন ভারতের কাছে হারতেই ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড!

মঙ্গলবার নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার পর এক টুইটার বার্তায় আমির খান লিখেন, “এটাই তো হওয়ার কথা.........নিউজিল্যান্ডের হার ভারতের হাতেই লেখা আছে।” এর আগে রোমাঞ্চকর সেমিফাইনাল দ্বৈরথ উপভোগ করতে করতে আমিরের টুইট, “অবিশ্বাস্য এক ম্যাচ!!! এলিয়ট যেভাবে ব্যাট করেছে তাকে অভিনন্দন জানাতেই হবে।”

প্রসঙ্গত, এদিন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে শ্বাষরুদ্ধকর ম্যাচে ১ বল বাকি থাকতে চার উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে প্রোটিয়াসরা। পরে ডিএলএফ মেথডে নিউজিল্যান্ডের জন্য পরিবর্তিত লক্ষ্য নির্ধারিত হয় ২৯৮ রান। লক্ষ্য তাড়ায় কিউইরা এলিয়টের অপরাজিত ৮৪ ও ম্যাককুলামের ৫৯ রানে সেই ম্যাচ জিতে নেয়।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়