ভিলিয়ার্সদের পিঠ চাপড়ে দিলেন ম্যাককুলাম
ঢাকা: প্রচলিত মিথ ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকাকে আরেকবার দীর্ঘশ্বাস উপহার দিয়েছে তারা। তবে ব্লাক ক্যাপসদের জয়টা খুব সহজ হয়নি। এক বল বাকি থাকতে হারের আগে প্রোটিয়াসরা ভালোই লড়েছে। সেজন্য প্রতিপক্ষের পিঠ চাপড়ে দিলেন ব্রেন্ডন ম্যাককুলাম।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই দলের এই লড়াইকে ক্রিকেটের ভালো একটা ‘বিজ্ঞাপন’ বলে অভিহিত করেন কিউই দলপতি।
৪ উইকেটে জয়ের পর ম্যাককুলাম বললেন, “সারাদিন ভালোই লড়েছে দক্ষিণ আফ্রিকা। এটা ক্রিকেটের জন্য ভালো একটা বিজ্ঞাপন। এই ম্যাচটিকে প্রত্যেকে সারাজীবন মনে রাখবে।” নিজের দলের পারফরম্যান্স নিয়ে ম্যাককুলাম ভাইদের বড়জনের ভাষ্য, “বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং সব বিভাগেই ভালো করেছি আমরা। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর খেলাটা শেষ পর্যন্ত চালিয়ে নেয়ার ইচ্ছা ছিল আমাদের। গ্রান্ট এলিয়ট সেটাই করে দেখিয়েছে। দারুণ খেলেছে সে।”
দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই নিয়ে বি-ম্যাক বলেন, “সারা টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছে তাদের বাহবা দিতেই হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








