News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫০, ১৮ জানুয়ারি ২০২০

এক ম্যাচে সাবিনার একারই ১৬ গোল!

এক ম্যাচে সাবিনার একারই ১৬ গোল!

ঢাকা: নারীদের ঘরোয়া ফুটবলে এক ম্যাচে ১৩ গোলের রেকর্ড ছিল সাবিনার। নিজের রেকর্ড নিজেই ভেঙে রোববার বিদেশের মাটিতে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের এ নারী ফুটবলার।

রোববার রাতে ‘মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা’ নামের নারী ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপ পুলিশ দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচে সাবিনার রেকর্ড গোলে পি.জি অফিস দলকে ২৫-০ গোলে হারিয়েছে তার দল। সাবিনা একাই ১৬ গোল করে চমকে দিয়েছেন উপস্থিত সবাইকে।

খেলায় প্রথমার্ধে বাংলাদেশের এ স্ট্রাইকার করেন ৬ গোল। বিরতির পর তিনি করেন বাকি ১০ গোল। ম্যাচশেষে তিনি জানিয়েছেন,“প্রতিপক্ষ অনেক দুর্বল। যখন বল পায়ে পেয়েছি তখনই গোল করেছি।”

এর আগে মালদ্বীপ পুলিশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে এমইই ক্লাবকে। সে ম্যাচে সাবিনা একাই করেছিলেন ৪ গোল। দুই ম্যাচ খেলে ২০ গোল করে মালদ্বীপ ফুটবলে সবচেয়ে আলোচিত খেলোয়াড় বাংলাদেশের ফুটবল তারকা সাবিনা।

উল্লেখ্য, সাবিনা বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলার সুযোগ পান। দেশ ছাড়ার আগে সাবিনা জানিয়েছিলেন,“দেশের ফুটবলকে উঁচুতে নিতে চাই। যাতে বাংলাদেশের সম্মান বাড়ে।”

সাবিনাদের পরের ম্যাচ ২৭ মার্চ এমআরডিসি ক্লাবের বিপক্ষে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়