News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২২ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

বীরের বেশে দেশে ফিরলেন টাইগাররা

বীরের বেশে দেশে ফিরলেন টাইগাররা

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় ফিরেছেন টাইগাররা। মাশরাফিদের বহনকারী বিমান অবতরণের পরপরই বিমানবন্দরে জড়ো হওয়া সমর্থকরা স্লোগানে মুখর হয়ে ওঠেন।

রোববার অস্ট্রেলিয়া থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নম্বর ফ্লাইটে রাত ৭টা ৩৮ মিনিটে তারা ঢাকায় পৌঁছান। এর আগে শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া থেকে ক্রিকেটারা দেশের উদ্দেশে রওনা দেন।

বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসময় বিমানবন্দরে অপেক্ষারত হাজারো সমর্থক স্লোগানে মুখর হয়ে উঠেন।

উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আইসিসি-আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়