টাইগারদের বরণে বিমানবন্দরে সমর্থকদের ঢল
ঢাকা: টাইগারদের বরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢল নেমেছে সমর্থকদের। দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন, ব্যানার ও ফুল নিয়ে হাজারো সমর্থক মিছিল নিয়ে ভিড় করেছেন বিমানবন্দরের সামনে।
জানা গেছে ক্রিকেট বিশ্বকাপ মিশন শেষে রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ক্রিকেটাররা দেশে ফিরছেন। এর পরপরই পুরো বিমানবন্দর এলাকা মুখর হয়ে ওঠে সমর্থকদের স্লোগানে।
‘টাইগার অধিনায়ক মাশরাফিকে ধন্যবাদ’, ‘জয় বাংলা, বাংলার জয়’ ‘বীর সেনাপতি মাশরাফিকে কোটি সমর্থকের পক্ষ থেকে সালাম’, ‘নড়াইল এক্সপ্রেস তোমাকে লক্ষ কোটি সালাম’, ‘কোয়র্টার ফাইনালে তোমরা পরাজিত হওনি, পরাজিত হয়েছে ওরা’ এমন নানা রকমের ব্যানার-ফেস্টুন হাতে হাজার হাজার সমর্থকরা জড়ো হয়েছেন বিমানবন্দর এলাকায়।
মাথায় পতাকা বেঁধে, হাতে ফেস্টুন, গোলাপের পাপড়ি ও রজনীগন্ধা নিয়ে হাজার হাজার ক্রিকেট সমর্থক স্লোগানে মুখর হয়ে অপেক্ষা করছেন প্রিয় ক্রিকেটারদের অভিনন্দন জানাতে। পুরো বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে উৎসব মুখর।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








