News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ২২ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

পরাজয়ের গ্লানি নয়, বীরদর্পেই বিমানবন্দরে নামবেন টাইগাররা

পরাজয়ের গ্লানি নয়, বীরদর্পেই বিমানবন্দরে নামবেন টাইগাররা

ঢাকা: পরাজয়ের গ্লানি নয়, বীরদর্পেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন টাইগাররা। প্রতিকূল পরিবেশেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তারা। আর তাই এ বীরদের যথাযোগ্য সম্মান জানাতে সম্বর্ধনা দিতে এখন প্রস্তুত দেশবাসী।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিউজবাংলাদেশকে জানান, বিশ্বকাপের স্বপ্নপূরণ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন বাংলাদেশের ক্রিকেট তারকারা। বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকরা।

বিশ্বকাপে সেমিতে খেলার স্বপ্ন ছিল মাশরাফি বাহিনীর। তাদের সে স্বপ্নের অপমৃত্যু ঘটে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের আলিমদার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডের বাজে আম্পায়ারিংয়ের কারণে। এরপরও তারা হতাশ নন। হতাশ নন দেশবাসীও। কেননা টাইগারদের দুর্দান্ত ক্রীড়ানৈপুন্য বিশ্বের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আটকে দিয়েছিল।

দেশবাসী উচ্ছ্বাস নিয়ে টিভি পর্দায় দেখেছে মাশরাফি বাহিনী সত্যিকারের টাইগারদের মতোই খেলেছে। আর তাই মাথা উঁচু করেই আজ সন্ধ্যায় তারা দেশের মাটিতে পা রাখবেন।  

বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠায় মাশরাফিদের ফুলেল সম্বর্ধনা দেবে বিসিবি। বিসিবি ছাড়াও ক্রিকেট ভক্তরা গণসম্বর্ধনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সম্বর্ধনা দেয়ার জন্য কয়েকটি সংগঠন আগে থেকেই প্রচারণা চালিয়েছে।  

আশা করা যাচ্ছে, দেশের মাটিতে নেমে এ কৃতী সন্তানেরা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিতর্কিত আম্পায়ারিংয়ে ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ দল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়