ফতুল্লা স্টেডিয়ামে আম্পায়ার গৌল্ড-দার অবাঞ্ছিত
নারায়ণগঞ্জ: ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনাল খেলার দুই আম্পায়ার আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ডকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপ ক্রিকেটে বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাদেরকে ওই স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় একটি সংগঠন। শুক্রবার বিকালে ‘জাগ্রত সংসদ’ নারায়ণগঞ্জের সভাপতি রাগীব হাসান রনকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের ক্রীড়া প্রেমিক হলো জাগ্রত সংসদ ভূইয়াপাড়া নারায়ণগঞ্জের অঙ্গ সংগঠন। আমরা বৃহস্পতিবারের খেলায় আম্পায়ারদের ভূমিকার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ওই খেলাতে আম্পায়ারের দায়িত্ব পালন করা আলিমদার ও ইয়ান গোল্ডকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অবাঞ্চিত ঘোষণা করছি।
প্রসঙ্গত বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত খেলায় বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেন এ দুই আম্পায়ার। যার সবগুলোই ছিল বাংলাদেশের বিরুদ্ধে। বিশ্ব মিডিয়াসহ অনেক দেশের সাবেক ক্রিকেট বোদ্ধারাও এসব সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম
নিউজবাংলাদেশ.কম








