ছয় উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান
ঢাকা: ভয়ংকর অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৪০ ওভারে ছয় উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮২ রান। ক্রিজে রয়েছেন ওহাব রিয়াজ (১১) ও সোয়েব মাসসুদ (২৮)।
বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে শুরু থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করে অস্ট্রেলিয়ার বোলাররা। টসে জিতেছে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান।
দলীয় পঞ্চম ওভারে জোস হ্যাজলউডের চতুর্থ বলে ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সফরাজ আহমেদ। ১৩ বল খেলে মাত্র ৫ রান করেন তিনি। এরপর ৬ষ্ঠ ওভারের স্টার্কের প্রথম বলেই ওয়াটসনের হাতে ক্যাচ তুলে দেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের এ ওপেনার ১৬ বল খেলে মাত্র ১০ রান করে আউট হন।
এরপর অধিনায়ক মিসবাহ ও হ্যারিস সোহেল ৭৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় স্কোরের স্বপ্ন দেখায়। কিন্তু সেই চেষ্টা সফল হতে দেয়নি স্বাগতিকরা। দলীয় ৯৭ রানের মাথায় পাকিস্তান শিবিরে আঘাত হানেন ম্যাক্সওয়েল।
অধিনায়ক মিসবাহ ব্যক্তিগত ৩৪ রান করে ম্যাক্সওয়েলের বলে অ্যারণ ফিঞ্চের বলে ক্যাচ আউট হন। এরপর একে একে সাজঘরে ফিরেছেন হ্যারিস সোহেল ৪১,উমর আকমল ২০ ও শহীদ আফ্রিদি ২৩ রানে।
এর আগে শুক্রবার অ্যাডিলেড ওভালের টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








